নর্দান ইউনির্ভাসিটিতে চলছে ‘মুভি কার্নিভাল’

dsc_0301আজ (শনিবার) সকালে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ অডিটরিয়ামে এনইউবি ইনোভেটরস ক্লাব ২য় বারের মত ২দিন ব্যাপী ‘মুভি কার্নিভাল ’ আয়োজন করে ।নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যাবসা প্রশাসন অনুষদের সহযোগী ডীন প্রফেসর ড. খন্দকার সাফায়াত হোসেন এর সভাপতিত্বে ২দিন ব্যাপী মুভি কার্নিভাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম ও রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী ।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, চলচিত্র হলো সমাজের দর্পণ। বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে এ চলচিত্র ভুমিকা রাখবে। প্রতিটি চলচিত্রে একটি ম্যাসেজ বা বার্তা রয়েছে যা তোমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। এবারের চলচিত্র প্রদর্শণীতে ৩টি ভাষায় মোট ৫টি চলচিত্র প্রদর্শণী হবে।

২দিন ব্যাপী চলচিত্র প্রদর্শণী উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট