ইউকে গভর্মেন্ট স্কলারশীপ ২০১৬

13876220_1298036763542683_411659568412946464_nএক বছর মেয়াদী মাস্টার্স অধ্যয়নের জন্য স্কলারশীপ দিবে যুক্তরাজ্য সরকার। আগ্রহী শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী যেকোন বিষয়েই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ৩ নভেম্বর ২০১৬।

বৃত্তির বর্ণনা: ফরেন এন্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এর অর্থায়নে এ স্কলারশীপ প্রদান করা হয়। স্কলারশীপ ও ফেলোশিফ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এ দুই ধরনের সুবিধাই পাবেন।

যোগ্যতা: মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা। এছাড়া শিক্ষাজীবনের কোন পর্আয়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বৃত্তির বিষয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পছন্দমত।

আবেদন করার নিয়ম: ইউকে গভর্মেন্ট স্কলারশীপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

Post MIddle

প্রয়োজনীয় কাগজপত্র:

  • লেটার ফরম্যাটে ইংরেজীতে লিখিত দুইটি রেফারেন্স
  • ভ্যালিড পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্র
  • ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট (আন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট)
  • প্রার্থী যেসব বিষয়ে মাস্টার্স করতে চায় এমন তিনটি বিষয়ের নাম।

এগুলো অনলাইন আবেদন করার সময় পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে। আর ফাইলের সাইজ৫এমবিএর বেশী হওয়া চলবে না।

আবেদন করার জন্য ব্রাউজকরুন-http://www.chevening.org/apply

 

লেখাপড়া২৪.কম/মিসবাহ/আরএইচ-৪৫৬৫

পছন্দের আরো পোস্ট