শাবিতে আকস্মিক হল বন্ধে বিপাকে শিক্ষার্থীরা

unnamedআকস্মিক নোটিশে ৪ সেপ্টেম্বর পূর্ব ঘোষিত বন্ধের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় ক্লাস চলাকালিন সময় রেজিস্টার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত আকস্মিক এক অফিস নোটিশে এই নির্দেশ দেয়া হয়। এতে সন্ধ্যা ৬ টার মধ্যে ছাত্রদের ও শুক্রবার দুপুর ১২ টার মধ্যে ছাত্রীদেরকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। বিকেল ৫ টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলায় কার্যত মাত্র এক ঘন্টা সময় পায় শিক্ষার্থীরা।
অপরদিকে হল ত্যাগের নোটিশ দেয়ার পর ‘৩৬ তম বিসিএসের লিখিত পরীক্ষার্থী ও জরুরী একাডেমিক কাজে যেসব শিক্ষার্থী থেকে যেতে চাইবে তাদেরকে সুযোগ দেয়া হবে’ দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট এস.এম হাসান জাকিরুল ইসলাম এমন ঘোষনা দিলে কিছুটা আশ্বস্ত হন শিক্ষার্থীরা। কিন্তু বিকেল ৪ টার দিকে হল প্রভোস্টদের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তাদের কিছু করার নেই বলে জানান।
লেখাপড়া২৪.কম/শাবি/সাম/
Post MIddle
পছন্দের আরো পোস্ট