রাবি মহিলা ক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব সদস্যবৃন্দের কৃতী সন্তানদের সংবর্ধনা রবিবার বিকেলে ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এই আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি মোমেনা জীনাতের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন কৃতী শিক্ষার্থীদের স্মারক সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।

Post MIddle

অনুষ্ঠানে উপাচার্য বলেন, স্বীকৃতি না দিলে মেধার বিকাশ উৎসাহিত হয় না। মেধাবীদের সম্মানিত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানও সম্মানিত হয়। পাশাপাশি অন্যদেরও মেধার বিকাশে উৎসাহিত করা হয়। তার মধ্যে থেকেই উঠে আসে জাতির ভবিষ্যৎ কৃতী সন্তানেরা। উপাচার্য তাঁর বক্তব্যে মেধার বিকাশ ও লালনে সমাজহিতৈষী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে আরো উদ্যোগী হতে আহ্বান জানান। সেখানে কয়েকজন সংবর্ধিত শিক্ষার্থীও বক্তব্য দেয়।

ক্লাবের সাধারণ সম্পাদক রুম্মান বেগম অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

পছন্দের আরো পোস্ট