বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বেরোবির শ্রদ্ধাঞ্জলি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশর স্থপতি বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসে বিভিন্ন সংগঠন ও বিভাগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post MIddle

মঙ্গলবার সকাল ৯.৩০ থেকে ১০ পর্যন্ত ক্যাম্পাসের স্বাধীনতা স্মারকে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। ১০. ৩০ টায় আলোচনা শুরু হয়।

প্রথমে উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর উন নবীর নের্তৃত্বে ফুল দেয়ারপর, সিক্ষক সমিতি, নীলদল, বঙ্গবন্ধু (শিক্ষক) পরিষদ, প্রগতিশীল শিক্ষক সমাজ, শহীদ মুক্তার ইলাহী হল, উদিচীসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, বিভিন্ন বিভাগ জাতির জনকের প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

পরে উপচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার ইব্রাহীম কবির, বিভিন্ন অনুষদের ডিন প্রমূখ।

এসময় বক্তারা জাতির জনকের হত্যার সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের মধ্যে যারা এখনো পলাতক তাদের দ্রুত শাস্তির দাবি জানান।
পাশাপাশি যাতে দেশে আর কোন ১৫ আগস্ট সংঘঠিত না হয় সে দিকে খেয়াল রাখার আহবান জানানো হয় তরুণ প্রজন্মের প্রতি।

তরুণদেরকে শোক দিবসের প্রকৃত ইতিহাস জানার প্রতিও গুরুত্বারোপ করা হয়।

পছন্দের আরো পোস্ট