শাবিতে সামাজিক ব্যবসা শীর্ষক আলোচনা সভা

DSC01313শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘অর্জিত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে সামাজিক ব্যবসা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শাবির কেন্দ্রীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

Post MIddle

নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ কায়সারের সঞ্চালনায় ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ইনটেল সোস্যাল বিজনেস লিমিটেডের প্রধান  কার্যনির্বাহী কর্মকর্তা পাভেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী, সিলেট মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়।

অনুষ্ঠানে বিশ্বব্যাপী গ্রামীন ইনটেল সোস্যাল বিজনেস লিমিটেডের সামাজিক ব্যবসার উপর বক্তব্য রাখেন পাভেল হক।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। সামাজিক ব্যবসা নিয়ে তাই এখন ভিন্নভাবে চিন্তা করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম সেমিনারে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক ব্যবসা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে পারে।

পরবর্তিতে অনুষ্ঠানে আগত অতিথিদের নৃবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সম্মাননা পদক দেওয়া হয়।

লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত

পছন্দের আরো পোস্ট