সমাপনি পরীক্ষা বাতিলের দাবিতে মানব বন্ধন

1অভিভাবক ঐক্য ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উদয়ন স্কুলের সম্মুখে শত শত অভিভাবক উপস্থিত হয়ে (১৮ জুন) শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৫ম শ্রেণীর শিক্ষা সমাপনি পরীক্ষা (পিইসি) এবছরই বাতিলের দাবিতে এক মানব বন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্লোগান দেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন ফোরাম সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, ইয়াসমিন আক্তার, সুবর্ণা বেগম, মলয় সরকার, শরিফ চৌধুরী, মাকসুদুর রহমান প্রমুখ।

 

বক্তারা সরকারের নিকট প্রশ্ন রাখেন:

(১) কোমলমতি ১জন ৫ম শ্রেণির শিক্ষার্থী একটি অপ্রয়োজনীয় সনদের জন্য কতবার পিইসি পরীক্ষা দিবে?

(২) সরকার প্রনিত শিক্ষানীতি-২০১০ এ ৫ম শ্রেণীতে পিইসি পরীক্ষা নেয়ার কোন বিধান নেই। সরকার কেন ৫ম শ্রেণিতে পিইসি পরীক্ষা নিচ্ছে?

Post MIddle

(৩) ৮২ হাজার শিক্ষার্থীর বৃত্তি দেয়ার কথা বলে ৩০ লক্ষ পিইসি পরীক্ষার্থীকে জিম্মি করা হচ্ছে কেন?

(৪) ২০১৭ সালে ৫ম শ্রেণির পিইসি পরীক্ষা হবে না সরকার ঘোষণা করেছে। তাহলে ২০১৭ সালে ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের কি পদ্ধতিতে বৃত্তি প্রদান করবে?

(৫) স্কুলগুলো কেন কোচিং সেন্টার বানানো হয়েছে? স্কুলের কোচিং সহ সব কোচিং ব্যবসা নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। প্রধানমন্ত্রীকে অবিলম্বে এবছরের পিইসি পরীক্ষা বাতিলের ঘোষণা দানের আহবান জানান তারা।

 

বক্তারা কোচিংবাজ শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণকে কোচিং ব্যবসা করার অপরাধে আইনের আওতায় আনার দাবি জানান।আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

পছন্দের আরো পোস্ট