গ্রিণে উচ্চশিক্ষার মান উন্নয়ন কর্মশালা

Photograph18গ্রিন ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের উদ্যোগে গত (১৬ জুন) উচ্চশিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের গ্রিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে গ্রিন ইউনিভার্সিটিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

Post MIddle

গ্রিন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ঐঊছঊচ এর কোয়ালিটি এস্যুরেন্স ইউনিটের প্রধান, প্রফেসর ড. মেসবাহউদ্দীন আহমেদ। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ঐঊছঊচ এর কোয়ালিটি এস্যুরেন্স বিশেষজ্ঞ প্রফেসর ড. এম. আবুল কাশেম ও প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির আইকিউএ-সেলের অতিরিক্ত পরিচালক ড. পারভেজ আহমেদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএ-সেলের পরিচালক ড. জগন্নাথ বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা-এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট