আরো তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

Ministryনতুন আরো তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর দপ্তরে এ বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে তা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানা গেছে। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৯৬। নতুন তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো—রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন বলেন, ‘নতুন প্রস্তাবিত তিনটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। অনুমোদনের বিষয় এখন চিঠি দিয়ে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হবে।’

 

Post MIddle

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকার কেরানীগঞ্জে স্থাপনের জন্য অনুমোদন পেয়েছে ‘রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়’ বা ‘টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস’।

 

‘ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ’ হবে বরিশালে। এর উদ্যোক্তা হিসেবে রয়েছেন বরিশালের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী। নারায়ণগঞ্জে স্থাপিত হবে ‘রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়’।#

পছন্দের আরো পোস্ট