আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভাসিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের নাম করা দশটি বেসরকারি ইউনিভার্সিটিকে নিয়ে গত ২৫ মে ২০১৬ ইং থেকে ৩ জুন ২০১৬ ইং পর্যন্ত ডিআইইউ আন্ত-বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী ইউনিভার্সিটিগুলো হলো-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ণ ইউনিভার্সিটি, ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি।

 

গত ১ জুন ২০১৬ ইং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে ক্রিকেটে শীর্ষ স্থান অধিকারী ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ কে সেমিফাইনালে ১ ইউকেটে হারিয়ে ৩ জুন ২০১৬ ইং গ্রিন ইউনিভার্সিটি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনাল খেলা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। গ্রিন ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৮ ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

 

Post MIddle

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বিরেণ শিকদার, এমপি, মাননীয় উপমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রনালয়- প্রধান অতিথি; জনাব সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি; প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; জনাব মোঃ শহীদ উল্লাহ, ট্রেজারার ও ডিরেক্টর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, গ্রিন ইউনিভার্সিটি- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তাগণ খেলাধুলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান। দেশ ও বিদেশে খেলাধুলার উন্নয়নে অবদান রাখার পরামর্শ প্রদান করেন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট