অভিনেত্রী থেকে অধ্যাপক অ্যাঞ্জেলিনা জোলি

0অস্কারজয়ী অভিনেত্রী এবং সমাজকর্মী অ্যাঞ্জেলিনা জোলিকে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে ব্রিটেনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দ্য লন্ডন স্কুল অব ইকোনমিকস। জানা গেছে, অধ্যাপক হিসেবে স্নাতকোত্তর পর্যায়ে নারী, শান্তি এবং নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করবেন জোলি। এ কোর্সে তার সঙ্গে আরও রয়েছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।

 

Post MIddle

এ বিষয়ে এক বিবৃতিতে হলিউডের এই অভিনেত্রী বলেন, ‘আমি আশা করছি, অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এটি উদাহরণ হিসেবে গ্রহণ করবে। কারণ, এখানে কিভাবে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে তাদের ওপর সংঘটিত অপরাধ কমানো যায়, কিভাবে যুদ্ধক্ষেত্রে তাদের ওপর নির্যাতন কমানো যায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এটি নারী অধিকার বিষয়ে আলোচনাকে আরো প্রসারিত করবে। ফলে নারীরা নানারকম অপরাধ এবং যৌনহয়রানি থেকে রক্ষা পাবে।’
তিনি আরো বলেন, ‘আমার ইচ্ছা ছিলো শিক্ষক হয়ে কিছু শেখানোর, সেই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন কিছু শেখার ও জানার। পাশাপাশি সরকার ও জাতিসংঘের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার গল্পগুলো তাদের সঙ্গে ভাগাভাগি করবো।’#

পছন্দের আরো পোস্ট