ঢাবিতে কোরআন গবেষণা বৃত্তির দরখাস্ত আহ্বান

20140924023255

পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের ওপর মৌলিক গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কলা অনুষদভুক্ত বিভাগসমূহে পি.এইচ.ডি/এম. ফিল. গবেষকদের মধ্য থেকে একজনকে ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন আল কোরআন গবেষণা বৃত্তি’ প্রদান করা হবে।

 

 

 

Post MIddle

উল্লেখ্য, পি.এইচ.ডি. গবেষক না পাওয়া গেলেই কেবল এম.ফিল. গবেষককে উক্ত গবেষণা বৃত্তি প্রদান করা হবে। একজন গবেষক কেবল একবারই এই বৃত্তি ভোগ করতে পারবেন।

 

 

 

 

বিজ্ঞপ্তি প্রকাশের ৩০দিনের মধ্যে আগ্রহী গবেষকদের স্ব স্ব বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নিকট আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

লেখাপড়া২৪/এমটি/১০৮

 

পছন্দের আরো পোস্ট