ইস্টার্ন ইউনিভার্সিটির নয়া প্রকল্প ‘ধরনীকে বাঁচাও’

6c440cf0-bebe-48f0-b517-3f519aa4895f

মঙ্গলবার (২৪ মে ২০১৬) রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) ও রোটারি ক্লাব অব ঢাকা রয়েলের মধ্যে যৌথ কর্মসূচী বাস্তবায়নের একটি উদ্যোগ নেয়া হয়।

 

 

 

Post MIddle

পয়:নিস্কাসন, স্বাস্থ্য সচেতনতা, দূষণমুক্ত পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, শিশু সেবা কেন্দ্র, বৃক্ষরোপনসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

 

 

 

এ সময় ইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, চার্টার প্রেসিডেন্ট শিরিন বন, ইইউ’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ ও রোটারি ক্লাবের নের্তৃবৃন্দ।

 

লেখাপড়া২৪/এমটি/১০৯

পছন্দের আরো পোস্ট