ফারুক খানের কবিতা নষ্টদের দলে


ফারুক খান
চারদিকে কেমন নষ্টদের বাস
ঘাস পোড়া রৌদ্দ্রে হয়েছে ঝাঁঝাঁলো
হাসনাহেনার মতোই ঘুম চোরা সুগন্ধ
ভেসে বেড়ায় বর্ণহীন মেঘের সাথে।

 

Post MIddle

নারীর নষ্ট সঙ্গতে মস্তিষ্কে ধরেছে পঁচন
আজ নষ্টদেরই দলে, বাঁশির উন্মাদ তালে
বরবাদ হয়েছে মোর সকল সাধন ॥

 

ফারুক খান: শিক্ষার্থী,
রাজশাহী বিশ্ববিদ্যালয়|

 

পছন্দের আরো পোস্ট