শাবিতে পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা

DSC00763শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যপী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় নাম নিবন্ধন করা হয়।

 

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস.এম. কবির, শাবিপ্রবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. হাবিবুল আহসান প্রমুখ।

 

টেকনিক্যাল সেশন -১ এ শাবিপ্রবির পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম. হাবিবুল আহসান ও ব্ল“মের শ্রেণীবিন্যাস বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।টেকনিক্যাল সেশন -২ এ পাঠ্যক্রম বিন্যাস ও পুনপর্যালোচনা বিষয়ক প্রবন্ধ উপস্থান করেন অধ্যাপক ড. এস.এম. কবির।

 

পছন্দের আরো পোস্ট