নোবিপ্রবিতে শিক্ষক সমিতির মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষক সমিতির পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার প্রতিবাদে, আজ বেলা ১১ টায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা দল-মত নির্বিশেষে রাবি শিক্ষক সহ সকল গুপ্ত হত্যার বিচার দাবি করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ও সহযোগী অধ্যাপক ড মেহেদি মাহমুদুল হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত র্যালি শেষে বিশ্ববিদ্যালয় শহিদ মিনারের সামনে উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি ও সহযোগী অধ্যাপক ড.মেহেদি মাহমুদুল হাসান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন “ শিক্ষকরা মুক্ত চিন্তা করবে, তারা সমাজের নানা সমস্যা নিয়ে কথা বলবে। তাই বলে কি তাদের এভাবে হত্যা করা হবে”। তিনি আরো বলেন “বাংলাদেশে এসব গুপ্ত হত্যার পেছনে বিদেশি শক্তির হাত আছে, তারা বাংলাদেশে এরকম পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চাচ্ছে”। “তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে অবস্থান নিয়ে ভূটান,মায়ানমার ইত্যাদি দেশের নিয়ন্ত্রণ এর পরিকল্পনা করছে “।
উল্লেখ্য,প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি হয়ে শহীদ মিনারের সামনে এসে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।