খুবিতে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষে বর্ণাঢ্য কর্মসূচি

????????????????????????????????????

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাড়ম্ববরে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গৃহীত দুদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৩০ চৈত্র/১৩ এপ্রিল বেলা ৩ টায় ক্যাম্পাসে ঘুড়ি উৎসব, বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা (বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত)। পহেলা বৈশাখ/১৪ এপ্রিল মেলা (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত), ৭-৪৫ মিনিটে শোভাযাত্রা (শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল চত্ত্বর), সাংস্কৃতিক অনুষ্ঠান (প্রথম পর্ব) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান (দ্বিতীয় পর্ব) বেলা ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

 

Post MIddle

????????????????????????????????????
এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিকশো, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ মেলায় পর্যাপ্ত সংখ্যক স্টলের ব্যবস্থা থাকছে। এদিকে বাংলা নববর্ষ বরণে খুবির চারুকলায় ব্যাপক প্রস্তুতি চলছে। গত কয়েকদিন ধরে চারুকলার শিক্ষার্থীরা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট