সাতক্ষীরায় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

DSC08497সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০১৬। শনিবার সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার ৮টি স্কুল দল অংশ গ্রহণ করে। দল গুলো হলো- সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বাবুলিয়া জে এস মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ডি বি গার্লস হাইস্কুল, ডি বি ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয় ও খানবাহাদুর আহসানউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়।

 

প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্কিক মো: এহসানুল কাদীর। বিজয়ী দলের বিতর্কিকরা হলো – সাদীদ ইসলাম অর্ণব, তাহমিদ তাওফিক অনিক ও মো: এহসানুল কাদীর (দলনেতা)।

 

Post MIddle

রানার্সআপ দলের বিতর্কিকরা হলো- নাজমিন নাহার, ফারিহা সুজানা ও নিশাত রায়হানা (দলনেতা)। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমকাল সুহ্নদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা ইসমত আরা। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহ্নদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। বিচারকের দায়িত্ব পালন করেন, অধ্যাপক পবিত্র মোহন দাশ ও অধ্যাপক আনিসুর রহিম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক অলিউর রহমান। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন সমকাল সুহ্নদ সমাবেশের সদস্য আসাদুজ্জামান মধু, আসাদুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট