আশায় ল্যাঙ্গুয়েজ ক্লাবের কর্মশালা

1 (1)আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ৩ এপ্রিল “Talkshop on Effective Presentation.” শিরোনামে আশা ইউনিভার্সিটি প্রাঙ্গণে একটি ওয়ার্কশপ আয়োজন করে।

 

Post MIddle

প্রেজেন্টেশন দক্ষতা চাকরির বাজারে ভালো করতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করবে। অংশগ্রহণকারীরা তাদের শিক্ষাগত ও পেশাগত উভয় ক্ষেত্রে ভালো প্রেজেন্টেশন দেয়ার ক্ষেত্রে বিভিন্ন দক্ষতা অর্জন করে। ডালেম চন্দ্র বর্মণ, উপাচার্য, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ওয়ার্কশপটি উদ্বোধন করেন। মির্জা বেগ, অ্যাডভাইজর, প্রগ্রেস-এই ওয়ার্কশপে একজন রিসোর্স পারসন হিসাবে শিক্ষার্থীদের সামনে মুল্যবান বক্তব্য উপস্থাপন করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিষ্ট্রার, খালেকুজ্জামান, ল্যাঙ্গুয়েজ ক্লাব এর কো-অর্ডিনেটর ডায়না আনসারী, অ্যাসিসটেন্ট প্রফেসর, ইংরেজী বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষককৃন্দ উপস্থিত  ছিলেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট