বেরোবিতে বাল্যবিবাহ সচেতনতা সেমিনার

DPSDUদেশে বাল্য বিবাহের ফলে অপরিকল্পিত গর্বধারণ ও শিশু মৃত্যর হার বাড়ছে। দেশের অন্যান্য জেলার তুলনায় উত্তরাঞ্চলে বাল্য বিবাহের হার বেশি। বাল্য বিবাহ রোধে গণসচেতনতা বাড়াতে হবে। বুধবার (৩০ মার্চ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হলে আয়োজিত ‘বাল্য বিবাহ এবং বাংলাদেশে এর প্রভার’ শীর্ষক গবেষণা পরবর্তী ফলাফল প্রকাশ সংক্রান্ত সেমিনারে বক্তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ এই সেমিনারের আয়োজন করেছে।

 

গবেষণায় উঠে আসা তথ্যের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা আরো বলেন, বাল্য বিবাহের ফলে একদিকে সমাজে শিক্ষার হার কমছে অন্যদিকে দারিদ্রতার হার বাড়ছে। এছাড়া উচ্চশিক্ষিত পরিবারে বাল্য বিবাহের হার কমলেও অল্পশিক্ষিত ও দরিদ্র পরিবারে বাল্য বিবাহের হার বেশি। দেশের অন্যান্য জেলার তুলনায় কুড়িগ্রাম, নীলফামারী, ভোলা, মাগুরা, নওয়াবগঞ্জ ও সাতক্ষীরা জেলায় বাল্য বিবাহের হার বেশি।

 

বাল্য বিবাহ রোধে সমাজের সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সঞ্চলনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব সরফুদ্দিন আহমেদ ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

 

Post MIddle

সেমিনারে আলোচ্য গবেষণায় প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেললাল হোসাইন।

 

সেমিনারে রংপুরের বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, এনজিও কর্মী, মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক ও নারী কর্মীরা অংশ নেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. নাজমুল হক স্বাগত বক্তব্য রাখেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট