রাবিতে গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

????????????????????????????????????

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স রুমে Open Source Software in Library Management: Opportunities and Challenges in Library Services শীর্ষক দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

 

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের সমন্বয়ক গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ড. মো. গোলাম মোস্তফা।

 

সেমিনারের প্রথম টেকনিক্যাল সেশনে ৬টি ও দ্বিতীয় টেকনিক্যাল সেশনে ৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত হয়। এছাড়া দুটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে।এই সেমিনারে বাংলাদেশ ও ভারত থেকে প্রায় ১০০ জন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পেশাজীবী, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

 

সেমিনার উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আফসানা ঝুমুর।

পছন্দের আরো পোস্ট