ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটিতে মো: সবুর খান

001বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি, গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান ও ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস এলায়েন্স (উইটসা) পরিচালক মো: সবুর খান অষ্ট্রেলিয়ার ক্যানবেরাতে ৮-১০ মার্চ অনুষ্ঠিত উইটসা বোর্ড অব ডিরেক্টস ও কমিটির সভা এবং অষ্টেলিয়ান ইনফরমেশন ইন্ডাষ্ট্রি এসোসিয়েশন (এআইআইএ) সামিটে অংশ নিয়েছেন।

 

উক্ত সভাতে উইটসা পরিচালক ও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মো: সবুর খান বিশ্বের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি আয়োজন “ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি ২০২১” এ বাংলাদেশ স্বাগতিক হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব দেন এবং কমিটির অন্যান্য সদস্যদের সম্মতি আদায়ে সমর্থ হন। বিশ্বের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তির এ আয়োজনে বাংলাদেশ স্বাগতিক হওয়ার সিদ্ধান্ত নি:সন্দেহে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি সেক্টরের জন্য বিশেষ অর্জন।

 

Post MIddle

উল্লেখ্য, বিশ্বজুড়ে ৮০ টি ব্যবসা প্রতিষ্ঠান উইটসার সদস্য এবং আইটি শিল্পের ৯০ টি মালিক এর সদস্য প্রতিষ্ঠানগুলো।

 

লেখাপড়া২৪.কম/খোকন/এমএএ

পছন্দের আরো পোস্ট