রাবিতে পরিসংখ্যান বিভাগের ৫৫ বছর পূর্তি

????????????????????????????????????

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের ৫৫ বছর পূর্তি উৎসব ও দ্বিতীয় পুনর্মিলনী শুরু হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

 

দুদিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সরকারি কর্মকমিশনের সদস্য সমর পাল ও রাবি স্ট্যাটিস্টিক্স এ্যালামনাই এর সভাপতি ড. মো. সোহরাব উদ্দিন।
????????????????????????????????????
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মশিউর রহমান বলেন, ‘দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেবাও হচ্ছে। মান না থাকলে মান ঠিক করা দরকার। নিয়ন্ত্রণের নামে আমাদের আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আছে। নিয়ন্ত্রণের নামে সেগুলো বন্ধ করা যাবে না, মান বাড়াতে হবে।’

 

Post MIddle

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বিদেশি সহায়তা নেয়ার দিন শেষ। এখন দেশের সম্পদ কাজে লাগিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সরকারকে যে সবসময় বিনিয়োগ করতে হবে বিষয়টি এমন নয়। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থনীতির উন্নয়নের জন্য অভিনব পদ্ধতি নিজেদেরই আবিষ্কার করতে হবে।’

 

বিভাগের অধ্যাপক মো. আইয়ুব আলী ও সহযোগী অধ্যাপক মো. মনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক সুশান্ত কুমার ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক মরহুম অধ্যাপক খন্দকার মনোয়ার হোসেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ও স্ট্যাটিস্টিক্স এ্যালামনাই এর সভাপতি মো. সোহরাব উদ্দিনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

 

দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে পরিসংখ্যান বিষয়ক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আগামীকাল সকাল ৯টায় সিনেট ভবনে ‘স্ট্যাটিস্টিক্স এন্ড বায়োইনফরমেটিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট