দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট

12821424_950267008390599_2661838666282678622_nচট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত ২য় দখিনা আন্ত বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ২য়দিনের খেলায় জয় পেয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং সাদার্ন বিশ্ববিদ্যালয়। রোববার সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে প্রিমিয়ার বিশ্ববিদ্যায় ৭ উইকেটে হারিয়েছে ইষ্ট ডেলটা বিশ্ববিদ্যালয়কে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৩ রান করে ইষ্ট ডেলটা বিশ্ববিদ্যালয়। দলের পক্ষে জুহেব ৩৪ এবং পিয়াল করেন ২২ রান। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাত্র ৪ রান খরচায় ৪টি উইকেট নেন তানভীর। জবাবে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। দলের পক্ষে ফারহান ২৮, মোয়াজ্জেম ২৫ এবং পঙ্কজ করেন ২৩ রান। ম্যাচ সেরা নির্বাচিত হন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তানভীর। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী।

 

Post MIddle

2016_03_07_10hদিনের দ্বিতীয় ম্যাচে সাদার্ন বিশ্ববিদ্যালয় ৫ উইকেটে হারিয়েছে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়কে। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়। দলের পক্ষে ইউসুফ ২৮ এবং তৌহিদুল করেন ৩১ রান। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজি কামরুল ৪ রানে ৩টি এবং তারেক আজিজ ৪ রানে ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় সাদার্ন বিশ্ববিদ্যালয়। দলের পক্ষে রতন করেন ৪৭ রান। এছাড়া আকিব ১৯ এবং মামুন করেন ২৪ রান। পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাদ্দাম এবং রাজু। ম্যাচ সেরা হয়েছেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের রতন দাশ। তার হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান দখিনা’র সম্পাদক সারওয়ার জাহান।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট