ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট্রি বোর্ড সদস্যের জানাজা

IMG_6249সাবেক সচিব ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য জালালউদ্দিন আহমেদ এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১ টা ৩০ মিনিটে রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক মন্ত্রী পরিষদ সচিব হাবিবুর রহমান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা সহ সরকারি উর্দ্ধতন কর্মকর্তারা জানাজার নামাজে শরীক হন। এছাড়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সহ, ট্রাস্ট্রি বোর্ডের অন্যান্য সদস্য, উপাচার্য ও কর্মকর্তা ও কর্মচারী গণ অংশ নেন।

 

Post MIddle

মরহুম জালালউদ্দিন আহমেদ ৩ মার্চ ২০১৬ রাত দুইটা চল্লিশ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জালালউদ্দিন আহমেদ, ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ সরকারের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান সহ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং আর্ন্তজাতিক শ্রম সংস্থায় (আইএলও) কৃতিত্বের সাথে কাজ করেন। এছাড়া তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি। শনিবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে জনাজা শেষে তাঁকে উত্তরা কবরস্থানে তাঁকে দাফন করার কথা।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট