ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইমার্কের মধ্যে চুক্তি

Picture of the Agreementঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের প্রাইমার্ক বেটার লাইভস ফাউন্ডেশন-এর মধ্যে (০১ মার্চ) মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং প্রাইমার্ক বেটার লাইভস ফাউন্ডেশন-এর এথিকেল ট্রেড ডিরেক্টর ক্যাথেরিন স্টুয়ার্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

 

উপাচার্য দফতরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

 

Post MIddle

এই চুক্তির আওতায় যুক্তরাজ্যের প্রাইমার্ক বেটার লাইভস ফাউন্ডেশন কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের উত্তর-পশ্চিম পার্শ্বে ৬ষ্ঠ তলার বর্ধিত অংশ নির্মাণের জন্য আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট বর্ধিত অংশকে অফিস হিসাবে ব্যবহার করার সুযোগ পাবে।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট