জাবি ও বাংলাদেশ লিগ্যাল এইড ট্রাস্টের মধ্যে চুক্তি

mou between ju & Blastজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং ব্লাস্ট্রের অনারারী নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মঞ্জুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, আইন ও বিচার বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

এ চুক্তির আওতায় ব্লাস্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ছাত্র-শিক্ষকগণ যুগপৎভাবে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠিকে আইনগত সহায়তা করবে। এছাড়াও সাধারণ মানুষের আইনী পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য ‘ল ক্লিনিক কোর্স’ পরিচালনা করবে।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট