মহারাণী চুপ

File0934মহারাণী… তুমি কোন আমাকে চাও ?
শুধুই আমায় ? নাকি আমার আমিকেও ?
সবার মনে আজ ভালবাসা অবকাশ বইছে…
নিজেকে সুসজ্জিত করে এ ছুটিতে একটু জিরিয়ে নেব ?
নাকি বলবে গাঁ ভাসিয়ে দিতে ?

 

ভবিষ্যতের ভিত্তির কথা ভুলে যাব ?
নাকি ভিত্তি মজবুত করতে উঠেপড়ে লাগব ?
পুঁজিবাদী এ বাজারে,আজকাল ভালবাসাও বিক্রি হয়-
ভাবতে একটু অদ্ভুদও লাগতে পারে !!!
মহারাণী…তবুও এটাই সত্যি !

 

Post MIddle

এ বাজারে টিকে থাকতে হলে-
ভিত্তি গড়ার পাশাপাশি ইচ্ছেগুলোকে
হয় সিন্ধুকে ভরে জনতা ব্যাংকে জমা রাখতে হবে,
নয়ত ইচ্ছেগুলোকে প্রশ্রয় দিয়ে ভিত্তিহীন হতে হবে ।

 

তোমার একাকীত্ব আমি বুঝি ! মহারাণী…
নিজেও তো প্রতিনিয়ত যুদ্ধের ময়দানে,
সম্রাজ্য পেতে রাজ্য মায়া তো ছাড়তেই হবে
আপাতত রাজ্য না হয় তুমিই সামলাও !
আমি আসছি কিছুদিন বাদে সম্রাজ্য নিয়ে ।

 

মহারাণী… তাই বলছি শোন….!!!
স্নায়ুশক্তি দুর্বল না করে,
একটু ধর্য্য ধর ! ফিরবই ।
প্রতিশ্রুতি না ভেবে ঘরায়ন মনে কর
আধুনিক প্রজন্মে টিকে থাকতে-
তুমি আর ঘরায়ন দুটোই দরকার…!
যা তোমার মধ্যে আছে ।
আর আমিও…..!!!

পছন্দের আরো পোস্ট