খাদ্য গবষেণাগার সংক্রান্ত জাতীয় র্কমশালা

workshopবাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্যের গুণগতমান আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে বিদ্যমান খাদ্য পরীক্ষাগারগুলোর  খাদ্য পরীক্ষাগারগুলোর (Food Testing Laboratories) আধুনিকায়ণ ও অবকাঠামোগত উন্নয়নে করণীয় নির্ধারণের জন্য বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা  (FAO)   এর উদ্যোগে সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত বিদ্যুৎ ভবনের ১৫ তলায়  মুক্তহিলে ‘‘বাংলাদশেরে খাদ্য পরীক্ষাগার সম্পর্কিত কর্মশালা”  র্শীষক দনিব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিকেল ৩ টায় এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফাও এর বাংলাদেশ প্রতিনিধি।

 

Post MIddle

কর্মশালায় খাদ্য পরীক্ষাগার, গবেষণাগার, মানববিষয়ক নীতি নির্ধারক সংস্থা ও উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।  ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট