কেপিএল এ অংশ নিতে ভারত যাচ্ছে ড্যাফোডিল ক্রিকেট টিম

DIU Cricket Teamকলিঙ্গ ইনিষ্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বরে ফেব্রুয়ারী ১৮-২৮, ২০১৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডি/এন টি-২০ টুর্নামেন্ট কেআইআইটি প্রিমিয়ার লীগ (কেপিএল)-২০১৬ এ অংশগ্রহন করতে ভারত রওয়ানা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্রিকেট দল।

 

এ টুর্ণামেন্টে ভারত থেকে সর্বমোট ১১টি ইউনিভার্সিটি এবং বাংলাদেশ থেকে একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ ১২ টি বিশ্ববিদ্যালয় ৪টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহন করছে। ১৬ সদস্যের ডিআইইউ ক্রিকেট দরের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও দলের ম্যানেজার ইসহাক মিজি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ২১ ফেব্রুয়ারী তারিখে হায়দারাবাদের অন্ধ্র ইউনিভার্সিটির সাথে প্রথম ম্যাচে এবং ২৩ ফেব্রুয়ারী তারিখে দিল্লি ইউনিভার্সিটির সাথে দ্বিতীয় ম্যচে মুখোমুখি হবে। টুর্নামেন্ট এর প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিসিসিআই এর নিয়ম অনুযায়ী।

 

Post MIddle

টুর্নামেন্ট এর অন্যান্য টিম গুলো হল ইউনিভার্সিটি অব মুম্বাই, এসআরএম ইউনিভার্সিটি, চেন্নাই, কেআইআইটি ইউনিভার্সিটি, ভুবনেশ্বর, গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি, নইডা, উৎকাল ইউনিভার্সিটি, ভুবনেশ্বর, ডি এ ভি স্পোর্টস ইউনিভার্সিটি, রাভেনশও ইউনিভার্সিটি, কুত্তাক, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, নয়াদিল্লি এবং আল ফালাহ ইউনিভার্সিটি, ফরিদাবাদ।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট