ইউজিসি’র ১৪৩তম ফুল-কমিশন সভা অনুষ্ঠিত

16.02.2016১ইউজিসি’র পূর্ণ-কমিশনের ১৪৩তম সভা ইউজিসি চেয়ারম্যান প্রফেসর প্রফেসর আবদুল মান্নান-এর সভাপতিত্বে আজ (১৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

 

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব সোহরাব হোসাইন, পরিকল্পনা কমিশনের (আর্থ-সামাজিক অবকাঠামো) সদস্য আবদুল মান্নান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফের ড. মোঃ আলী আকবর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. সেলিনা পারভীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. অহিদুজ্জামান, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

উক্ত সভায় ক্রসবর্ডার হায়ার এডুকেশন কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও কমিশনের সদ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন অনুমোদন করা হয়।

16.02.2016

 

পছন্দের আরো পোস্ট