যুক্তরাজ্যে শিক্ষার সাথে যুক্ত হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট

Stowe-School-Pictureঝিনাইদহ ক্যাডেট কলেজ যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হতে যাচ্ছে। এ বিষয় নিয়ে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কলেজ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ মিলনায়নতনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী জানান, অচিরেই ঝিনাইদহ ক্যাডেট কলেজ যুক্তরাজ্যের বর্ষসেরা ও সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত Stowe School এর শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হতে যাচ্ছে।

 

গত ১৭ নভেম্বর ইউকে’র ঐতিহ্যবাহী নর্থামশায়ারে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান Stowe School এর পরিচালক লে. কমান্ডার ডেভিড ক্রিসলি ও ক্যাপ্টেন এন্ডু গুডাল ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শন করেন। সে সময় তারা ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষক মন্ডলীর সাথে শিক্ষা বিনিময় নিয়ে আলোচনা করেন।

 

দেশে ফিরে প্রতিনিধি দলটি উভয় দেশের শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসুচিসহ শিক্ষার্থীদের শিক্ষামুলক ভ্রমণ ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময় বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ফলে ঝিনাইদহ ক্যাডেট কলেজ বৈশ্যিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে।

 

Post MIddle

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল কুমার সাহা, এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজাম জোয়ার্দ্দার, বিটিভি’র পিন্টু লাল দত্ত, মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, এস এ টিভির ফয়সাল আহমেদ, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, একাত্তর টিভির রাজীব হাসান, মাছরাঙ্গা টিভির শাহরিয়ার রহমান রকি ও চ্যানেলটোয়েন্টিফোর’র সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য Stowe School স্কুলটি ১৯২৩ সালে ১৩ বছর বয়সী মাত্র ৯৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। সে সময় স্কুলটির উদ্বোধন করেন জে এফ রক্সবার্গ। বর্তমাতে স্কুলটিকে ৫৫০ জন ছেলে ও ২২০ জন মেয়ে শিক্ষার্থী পড়াশোন করেন।

 

Jhenidah-Cadet-College-Phot

পছন্দের আরো পোস্ট