নোবিপ্রবির চার শিক্ষার্থী বহিস্কার

noakhali universityশুক্রবার (১৫ জানুয়ারি ২০১৬) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মানিত শিক্ষকদের সাথে অশালীন আচরণ ও ইভটিজিং করার অভিযোগে তাৎক্ষণিক সিদ্ধান্তে বিভিন্ন বিভাগের চারজন শিক্ষার্থী যথাক্রমে (১) মো: মাহমুদুল হাসান (মামুন), অর্থনীতি বিভাগ, ৯ম ব্যাচ, রোল-ASH১৪১২০২১M, (২) খাইরুল বাশার বিপ্লব, এগ্রিকালচার বিভাগ, ১০ম ব্যাচ, রোল-ASH১৫১৪০৪৬M, (৩) শাহীন আলম স্বাধীন, এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ, ১০ম ব্যাচ, রোল-ASH১৫০৬০৫৯M, (৪) সবুজ ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৯ম ব্যাচ, রোল-ASH১৪১১০৫৪M কে সাময়িক বহিস্কার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং কেন তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবেনা এ মর্মে ৭ (সাত) দিন সময় দিয়ে নোটিশ প্রদানের জন্য প্রক্টরকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিলের জন্য প্রক্টরকে নির্দেশ দেয়া হয়েছে।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইন শৃংখলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।#

 

লেখাপড়া২৪.কম/নোবিপ্রবি/আরএইচ

পছন্দের আরো পোস্ট