গ্রাফিক আর্ট ইনস্টিটিউটে ডিজাইন বিভাগে সমাপনী
গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের গ্রাফিক্স ডিজাইন বিভাগের ২০১১-২০১২ ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।গতকাল (৩০ডিসেম্বর)বুধবার ইনস্টিটিউটের নিজস্ব অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।চিফ ইনস্ট্রাক্টর মোল্লা মোহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ ড.শেখ আবু রেজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিয়ার প্রিন্ট এন্ড প্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়ফুল হক সিরাজী।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের প্রিন্টিং বিভাগের প্রধান মুফাখখারুল ইসলাম।অনুষ্ঠান পরিচালনা করেন,জুনিয়র ইনস্ট্রাক্টর আরিফুর রহমান।

আলোচনা শেষে বিদায়ী ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে।