রিয়াজুল ইসলামের এমফিল ডিগ্রি অর্জন

এম রিয়াজুল ইসলাম রিয়াজ, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। Reaz

তার থিসিসের শিরোনাম ছিল “সুন্নাতে নববিয়ায় বর্ণিত কাহিনী সমূহ ও তার বৈশিষ্ট্যাবলী।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধিনে সম্পাদিত এ গবেষণা কর্মের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী।

তার থিসিস মূল্যায়ন ও পরিক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক সভাপতি, অধ্যাপক ড. ফজলুর রহমান।

Post MIddle

থিসিস মূল্যায়ন ও পরিক্ষা কমিটির অপর সদস্য ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজামুদ্দিন।

রিয়াজ ইতোপূর্বে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া- এর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। বর্তমানে তিনি অধ্যাপনায় নিয়োজিত আছেন।

তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের বড়হারজী গ্রাম জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা মো. নজরুল ইসলাম ও সৈয়দা মাজিদা বেগমের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে তৃতীয়য় সন্তান।
তিনি এমফিল ডিগ্রি অর্জনের জন্য তার শিক্ষা জীবনের সব স্তরের শিক্ষক, সব শুভাকাঙক্ষী, গুণগ্রাহী ও সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।
তিনি ইতোমধ্যে উচ্চতর গবেষণায় নিয়োজিত থাকার পাশাপাশি বিভিন্ন গবেষণা পত্রিকায় লেখালেখি করছেন। তিনি সবার দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি।

 

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট