এমবিবিএস কোর্সের খরচ সর্বোচ্চ ২০ লাখ টাকা

বেসরকারি মেডিকেলের এমবিবিএস কোর্সের জন্য সব মিলে ২০ লাখ টাকার বেশি নিলে প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি তদারকিতে নামানো হবে বিশেষ টিম। কলেজ কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত টাকায় মানসম্মত শিক্ষা সম্ভব নয়।

দুই বছর আগে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি ১৩ লাখ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু কলেজগুলো আগের মতোই ইচ্ছেমতো টাকা আদায় করে আসছে। অভিযোগ আছে গতবছরও শুধু ভর্তি ফি নেয়া হয় ২০ লাখ টাকা পর্যন্ত।

Post MIddle

এ বছর ভর্তি ফি ১৩ লাখ ৯০ হাজার আর ৫ বছরে টিউশন ফি চার লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করেছে মন্ত্রণালয়।অন্যান্য ফি মিলে আদায় করা যাবে আরো এক লাখ টাকা।

২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের নিবন্ধন দেবে তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। কলেজগুলোকে নিয়মের মধ্যে রাখতে কাজ করবে তারাও। প্রতিষ্ঠানের মানভেদে ফি নির্ধারণ করা উচিত বলে মনে করে কলেজ কর্তৃপক্ষ।

২৮ অক্টোবরের পর থেকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। ৬৫টি প্রতিষ্ঠানে আসন সংখ্যা ৬ হাজার ২২৫।

পছন্দের আরো পোস্ট