ভর্তিচ্ছুদের সহযোগিতায় জাবি রোভার স্কাউট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের  সযোগীতায় একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে জাবি রোভার স্কাউট সদস্যরা।

৭ অক্টোবর  শনিবার ‘এ’ ইউনিটের গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের পাঁচ দিন ব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়।

Post MIddle

ভর্তিচ্ছুদের সহযোগিতায়  দৈনিক ১১ ঘন্টা টানা ৩০ জন রোভার সদস্য নিয়ে তাদের  এই  মানবতায় সেবার  কাজ  করে  যাচ্ছে রোভার স্কাউট।

রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট (এস.আর.এম) নওশাদ নাবিল বলেন,বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছুরা  পরীক্ষা দিতে এসে নানা সমস্যার সম্মুখীন হয়, তাদের সমস্যার সমাধানই আমাদের একান্তকাম্য।

অন্যদিকে রোভার স্কাউটের এ.এস.আর.এম সাব্বির আহমেদ বলেন, “স্কাউট  সকলের  বন্ধু”  এরই  ধারাবাহিতায় স্কাউট  সদস্যরা তার শাখা প্রশাখাগুলো মেলে ধরেছে। স্কাউট সদস্যরা ভর্তিচ্ছুদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। “

পছন্দের আরো পোস্ট