স্টামফোর্ড ও স্কলারট্রুপ এর মধ্যে সমঝোতা চুক্তি

chuktiগতকাল (২৯ আগস্ট, ২০১৬) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও স্কলারট্রুপ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। স্টমফোর্ডের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী ও স্কলারট্রুপের পক্ষে সিও এবং কো-ফাউন্ডার মিনহাজ হোসাইন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর গ্রহণ করেন। এই চুক্তির মাধ্যমে স্কলারট্রুপ ইউনিভার্সিটির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে স্কলারশীপ প্রদান করবে।

Post MIddle

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন ও স্কলারট্রুপের কর্মকর্তাবৃন্দ। সর্বশেষ স্কলারট্রুপের প্রতিনিধিদল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশএর উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদের সাথে সাক্ষাত করে উক্ত চুক্তি সম্পর্কে অবহিত করলে এতে উপাচার্য সন্তোষ প্রকাশ করেন।

পছন্দের আরো পোস্ট