বাউবিতে টিউটর ট্রেনিং ওয়ার্কশপ

IMG_8222বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপি (২১-২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে টিউটর ট্রেনিং ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করছেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক, কর্মকর্তা এ ওয়ার্কশপে অংশ নিচ্ছেন।

 

Post MIddle

ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, ডিন স্কুল অব বিজনেস  অধ্যাপক ড. মোহাম্মদ  গালিব আহসান, স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. মোঃ মহসিনউদ্দিন ও ওপেন স্কুলের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।

 

লেখাপড়া২৪.কম/বাউবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট