একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে কুবি শিক্ষার্থীর বই

বিল্লাল হোসেন স্বাধীন,কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ গাজীর প্রথম বই “সম্পর্কহীন” আসছে এবারের একুশে বইমেলায়।উপন্যাসের এই বইটি প্রকাশিত হবে সাহিত্যদেশ প্রকাশনী থেকে। বইটির মুখবন্ধ লিখেছেন কুবির বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা।

Post MIddle

তানভীর আহমেদের সাথে কথা বলে জানা যায়,”সম্পর্কহীন” উপন্যাসটি তার দীর্ঘদিনের অপেক্ষার ফসল। এর আগে বিভিন্ন পত্র-পত্রিকায় তার বিভিন্ন লেখা ছাপানো হলেও বড় পরিসরে এই প্রথম তার কোন লেখা প্রকাশিত হতে যাচ্ছে।

বইটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।তানভীর আহমেদের ভাষ্যমতে,”সম্পর্কহীন” উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে মানুষ এবং তার চারিপাশের জীবন নিয়ে। মানব চরিত্রের সম্পর্কের টানাপোড়েন নিয়ে উপন্যাসটির কাহিনি এগিয়ে চলেছে।

পছন্দের আরো পোস্ট