সাতক্ষীরায় দলিত শিক্ষার্থীদের জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা পরিষদ’র উদ্যোগে দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চেক তুলে দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।

Post MIddle

এসময় তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধনে শিক্ষাবৃত্তি সহায়ক ভূমিকা পালন করতে পারে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদেরকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে বিশ্বের দরবারে আমাদের মাথা উচু করে দাঁড়াতে হবে। সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থ আমরা সুস্থ থাকবো, বাংলাদেশের প্রতিটি নাগরিক সুস্থ থাকবে। এসময় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।” শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, মো. মহিতুর রহমান, এম.এ হাকিম, হিসাব রক্ষক মোশারফ হোসেন, বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন্দ্র নাথ দাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ১৪ জন দলিত শিক্ষার্থীর মাঝে ২ হাজার টাকা করে ২৮ হাজার টাকার চেক দেয়া হয়।

পছন্দের আরো পোস্ট