নবনিযুক্ত উপাচার্যের সাক্ষাতে চবি শিক্ষক সমিতি

চবি প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সাথে তাঁর অফিস কক্ষে গতকাল (২৪ মার্চ ২০২৪) দুপুর ১২ টায় চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Post MIddle
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী, কার্য নির্বাহী সদস্য প্রফেসর ড. রকিবা নবী, প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, প্রফেসর ড. ফরিদুল আলম ও প্রফেসর ড. লাইলা খালেদা (আঁখি) উপস্থিত ছিলেন।
উপাচার্য চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান-গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ। জ্ঞান সৃজন, বিতরণ এবং প্রয়োগের মাধ্যমে দেশে দক্ষ, যোগ্য ও বিজ্ঞান মনষ্ক আধুনিক মানবসম্পদ তৈরি করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপাচার্য বিশ্ববিদ্যালয় আইন সমুন্নত রেখে বিশ্ববিদ্যালয় পরিচালনায় চবি শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পছন্দের আরো পোস্ট