বিডিইউতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) এ উৎসবমুখর পরিবেশে রবিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ১০.৩০ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলা ১১ টায় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Post MIddle

পরে বঙ্গবন্ধুর জন্মদিনের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক আলোচনা সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, শিক্ষা প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান মো:আশরাফুজ্জামান,আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ,প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা আক্তার আলোচনা সভায়

পছন্দের আরো পোস্ট