ফ্রান্সের ইএনএস স্কলারশীপ
ফ্রান্সের École normale supérieure যা সংক্ষেপে ইএনএস (ENS) নামে সমধিক পরিচিত। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ১৭৯৪ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। যদিও পরে এটি বন্ধ হয়ে যায়। ১৮০৮ থেকে ১৮২২ সালের মধ্যে এটি পুনঃপ্রতিষ্ঠিত হয়।
বর্তমানে এই প্রতিষ্ঠানে স্নাতকোত্তরে ১ হাজার ৪০০ ও ডক্টরাল প্রোগ্রামে ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন।
কোর্সের সংক্ষিপ্ত বিবরণ
প্রতিবছর বিজ্ঞান ও মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাস্টার্সের জন্য বৃত্তি দেওয়া হয়।মানবিক বিভাগে রয়েছে যথাক্রমে–নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ক্লাসিক্যাল স্টাডিজ, সিনেমা ও থিয়েটার স্টাডিজ, দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস, আইনের দর্শন, ভূগোল ও পরিবেশবিদ্যা প্রভৃতি।
বিজ্ঞান বিভাগে রয়েছে যথাক্রমে–জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবীবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, গণিত, পদার্থ, কগনেটিভ সায়েন্স।
এ ছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সোনা বা রুপাজয়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে।
বৃত্তির পরিমাণ ও সময়সীমা
এই বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। একজন শিক্ষার্থীকে প্রতি মাসে ১ হাজার ইউরো দেওয়া হয়। এ ছাড়া বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি কক্ষ দেওয়া হয়। বৃত্তির মেয়াদ তিন বছর।
বৃত্তির সংখ্যা
প্রতিবছর বিজ্ঞানে ১০টি ও মানবিকে ১০টি বৃত্তি দেওয়া হয়।
শিক্ষাবর্ষ শুরু: বছরের সেপ্টেম্বর মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়।
আবেদনের সময়সীমা
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বৃত্তির আবেদনপত্র ও নির্দেশিকা রয়েছে। একজন শিক্ষার্থীকে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত করা হয়।
মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় নির্বাচন করা হয়। মানবিক বিভাগের শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং বিজ্ঞানের জন্য শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
আবেদনের প্রক্রিয়া
১. আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে তা নির্বাচকমণ্ডলীর কাছে পাঠানো হবে।
২. নির্বাচকমণ্ডলী আপনার আবেদনপত্র নির্বাচন করলে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
৩. এ পরীক্ষায় প্রাপ্ত নম্বর আপনার ভাগ্য নির্ধারণ করবে।