জাবির প্রথমবর্ষের ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Post MIddle

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি এবং আগামী ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের হল বরাদ্দ দেওয়া হবে।’

এর আগে আসন সংকটের কারণ দেখিয়ে ভর্তি পরীক্ষার প্রায় ৫ মাস পর গত ৩০ নভেম্বর অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে শুরু থেকেই শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন। সর্বশেষ শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বর্জনের ডাক দিলে কর্তৃপক্ষ স্বশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়।

পছন্দের আরো পোস্ট