গুচ্ছের বিপক্ষে একাট্টা ইবি শিক্ষকরা

তাজমুল জায়িম।

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা গ্রহনের দাবিতে একমত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।

এছাড়া আগামী ভর্তি পরীক্ষার প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে ২১ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা আহ্বানের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার (৭ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Post MIddle

সূত্র মতে, এর আগে গতকাল সোমবার সমিতির জরুরি এক সাধারণ সভায় সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত পরবর্তী করণীয় নির্ধারণের জন্য সমিতির কার্যনির্বাহী পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে গুচ্ছ প্রক্রিয়ার বিপক্ষে অবস্থান জানিয়ে সরকারকে বিষয়টি পুণর্বিবেচনার দাবি জানায় শিক্ষক সমিতি।

পছন্দের আরো পোস্ট