
গোল্ডেন জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় পরিক্রমা
নিজস্ব প্রতিবেদক।
গতকাল (২ ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) তে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজন করে এক সংবর্ধনা অনুষ্ঠানের। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ প্রাপ্ত সারাদেশ থেকে আগত প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদ সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড.শামসুল আলম।

প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ ইন্সুরেন্স এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মো: নুরুল আমিন, দেশের ১নং র্যাংকিংধারী বেসরকারি ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আতিকুল ইসলাম,পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, ইসলামী কমার্শিয়াল ইন্সু্যরেন্স কো্ং লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মীর নাজিম উদ্দিন আহম্মেদ প্রমুখ।