ইবির ৪৬৪ আসনের জন্য মেধাতালিকা প্রকাশ

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির সপ্তম মেধাতালিকার ভর্তি শেষে ৪৬৪টি আসন খালি রয়েছে। শূন্য আসনের ভর্তির জন্য অষ্টম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

Post MIddle

মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ১৮ ও ১৯ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রদানপূর্বক (ফরম পূরণ, ফি প্রদান ও কাগজপত্র জমা ) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে আগামীকাল পর্যন্ত ভর্তির সুযোগ পাবেন এই মেধাতালিকায় থাকা ভর্তিচ্ছুরা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট ১৯৯০ আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪৪, ‘বি’ ইউনিটে ৯১ ও ‘সি’ ইউনিটে ২৯টি আসন খালি রয়েছে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট