এডুটিউব কুইজ প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘প্রবল আত্মবিশ^াসই সাফল্য অর্জনের মূল চাবিকাঠি। কোনো কিছু করার দৃঢ় আত্মবিশ্বাসই তোমাদের ভিন্ন উচ্চতায় পৌঁছে দেবে। তোমরাই গড়বে আগামীর সুন্দর বাংলাদেশ।’

Post MIddle

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইথিকস এডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) আয়োজিত ‘এডুটিউব কুইজ প্রতিযোগিতা ২০২২’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।

ইএটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. এ. মবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রাজেস পালিত। ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে ২৫টি দল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পছন্দের আরো পোস্ট