রাবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

রাবি প্রতিনিধি।

আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়। এদিন সকাল ১০টায় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডেসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Post MIddle

পুস্পস্তবক অর্পণ শেষে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, ১৭ এপ্রিল বাঙালি জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এদিন থেকেই রাষ্ট্র হিসেবে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বিশ্ব দরবারে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে। এই সরকার গঠনের মাধ্যমে মুক্তির সংগ্রাম আরো বেগবান হয়। প্রবাসী বাংলাদেশ সরকার মুক্তিসংগ্রামের প্রতি আন্তর্জাতিক সমর্থন ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যায়।

উপাচার্য তাঁর বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। তবে চূড়ান্ত লক্ষে পৌঁছাতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।

পছন্দের আরো পোস্ট